ছান্দসিক সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী রংপুর এর আয়োজনে ডা. জিল্লুর রাব্বি, ও সাহিত্যকর্মী দিশা নূর এর সদ্য প্রয়াত মেয়ে রাই মনির জন্য দোয়া ও ইফতার মাহফিল আজ মঙ্গলবার শাপলা চত্বরস্থ মিলান রুফটপ রেস্টুরেন্টে সংগঠনের সিনিয়র সহ সভাপতি রশিদুস সুলতান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, ছররা সম্পাদক এস এম খলিল বাবু, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, বিভাগীয় লেখক পরিষদ এর সাধারণ সম্পাদক জাকির আহমদ, মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন, সাংবাদিক শাহ্ আলম, মোকাদ্দেস এ রাব্বি, তারুণ্যের পদাবলী সম্পাদক মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ, পারভেজ, হাসনাইন রাব্বি, ছড়াকার শরিফুল আলম অপু, কামরুন নাহার রেনু, আসহাদুজ্জামান মিলন, আতাউর রহমান তুহিন, শ্রাবণ বাঙালী, সানু তাসমিন, কবি অঙ্কনা জাহান, মেহেদী হাসান শাপলা, সাংবাদিক আসাদুজ্জামান আফজাল, আবৃত্তিকার শরীফ সুমন, সরদার আরিফ, সাংবাদিক হৃদয় প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা মনিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহানুর রহমান শাহীন।