বিরামপুরে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ
এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় বিরামপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি,বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু,বিশেষ অতিথি বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ মো:আক্কাস আলী,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু,ভাইস চেয়ারম্যান মেবাউল ইসলাম মেজবা,বিরামপুর সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অদৈত্য রায় অপু, অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী,উপজেলা একাডেমি সুপারভাইজার আব্দুস সালাম প্রমুখ গণ। এসময় উপজেলা যুব কর্মকর্তা জমিল মন্ডল,মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন,দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বিদ্যুৎ কুমার,প্রকল্প কর্মকর্তা কাওসার আলী,উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রধান শিক্ষকবৃন্দ,সহকারী শিক্ষকবৃন্দ,ছাত্র-ছাত্রীবৃন্দ,উপজেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী বক্তব্যে বলেন,এমপিওভুক্ত ৩১টি বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির ১ম,২য় ও ৩য় রোল নম্বরধারী ১৬৪ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে। বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু বক্তব্যে বলেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ উপহার শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে সহায়ক ভূমিকা রাখবে। প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি বক্তব্যে বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন ও সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আলোচনা সভা শেষে বিরামপুর উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৩১টি বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেণির ১৬৪ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব তুলে দেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]