মুন্সীগঞ্জ মিরকাদিমে কাঠপট্টি কাঠের বিশিষ্ট ব্যাবসায়ীর উদ্যোগে ইফতার পার্টি
মো: সুজন বেপারী – মুন্সীগঞ্জ সদরের উপজেলার মিরকাদিমে মাহে রমজানের উপলক্ষে কাঠপট্টির কাঠের বিশিষ্ট ব্যাবসায়ীর কার্যালয়ে আজ ১৮ এপ্রিল মঙ্গলবার এন্টারপ্রাইজ ব্যবস্থাপনা পরিচালক আনিছুর রহমান সজিব মাদবরের উদ্যোগে ইফতার পাটি ও দোয়া মাহফিলের আয়োজন অনুষ্ঠিত হয়।
এসময় কাঠপট্টির এলাকায় দোয়া মাহফিলের মোনাজাত সভাপতিত্ব উপস্থিতি ছিলেন, রিকাবী বাজার দারুল কুরান মহিলা মাদ্রাসার কালিন্দী পাড়া প্রতিষ্ঠাতা মহতামিম মাওলানা তাফাজ্জল হোসাইন ও কাঠপট্টির জামে মসজিদের ইমাম সালমান হোসাইন ও রিকাবী বাজার বনিক সমিতির সভাপতি মোহাম্মদ কামাল হোসাইন ও নুরপুর মসজিদ পঞ্চায়েত কমিটির মোতালি হাজি আব্দুল জব্বার ও কাঠপট্টির কাঠের কর্মকর্তা কর্মচারীসহ গণ্যমান্য এছাড়াও লুৎফর রহমান, লিটন জমিদার, মোহাম্মদ আমানুল্লাহ, ব্যাবসায়ী মোহাম্মদ রাজু , কাঠের ব্যাবসায়ী রাতুল, সাংবাদিক মোঃ সুজন বেপারীসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
ইফতার পার্টি অনুষ্ঠানকালে বিশিষ্ট ব্যাবসায়ী এন্টারপ্রাইজ ব্যবস্থাপনা পরিচালক আনিছুর রহমান সজিব মাদবরের উদ্যোগে ২’শতাধিক গরুর বিরিয়ানি প্যাকেট দেওয়া হয়।