সুন্দরগঞ্জে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
মোঃ আব্দুর রাজ্জাক আল রোহান( সুন্দরগঞ্জ) গাইবান্ধা প্রতিনিধি ঃ
আজ ১৯ এপ্রিল (বুধবার) বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ১৯৭২সালের ১৯ এপ্রিল বাংলার রাখাল রাজা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষক লীগ গঠন করেন। ।দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে ভংগুর ও সংকটময় অর্থনীতিকে চাঙা করার দৃঢ় প্রত্যয়ে ছিল বাংলাদেশ কৃষক লীগের মূলনীতি।
গৌরব ও সাফল্যের ৫১বছর পূর্তিতে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ে উপজেলা কৃষক লীগের সিনিয়র সহসভাপতি মাসুদ আলম প্রামাণিকের সভাপতিত্বে এবং সহ সভাপতি মাহমুদুর রহমান মিলনের সঞ্চালনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরোজা বারী ভার্চুয়ালি কানেক্টেড হয়ে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম লেবু।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দহবন্দ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল আলম রেজা, বাংলাদেশ কৃষক লীগের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক আল রোহান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গণেশ শীল,ছাত্র লীগ নেতা রতন মিয়া সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]