সুবর্ণচরে চরক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসায় কৃতি ছাত্র সম্মাননা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চরক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসায় গত ২১ এপ্রিল রোজ শুক্রবার বিকালে প্রাক্তন ছাত্র পরিষদের আয়োজনে পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইদ্রিসের সার্বিক সমন্বয়ে ওপ্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি (ফেনী গার্লস ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক) মিজান বিন মজিদ এর সভাপতিত্বে এবং প্রাক্তন ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত অর্থ-সম্পাদক হাবিবুর রহমান বকুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার প্রাক্তন সুপার হযরত মাওলানা রেজওয়ানুল বারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা ছানাউল্যাহ নুরী, মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ঠ সমাজ সেবক খায়রুল আনম সেলিম, চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা নুর উল্যাহ , চরক্লার্ক ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও প্রাক্তন ছাত্র পরিষদের উপদেষ্টা মোঃ জসিম উদ্দিন, মোহাম্মদপুর ইউনিয়নের ইউপি সদস্য মিজানুর রহমান জিয়া, ইউপি সদস্য শামসুল আলম বাহার সহ আরো অনেকে।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সরকার ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ, প্রাক্তন ছাত্র পরিষদের সদস্যগণ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]