সুন্দরগঞ্জে অবাধে চলছে জুয়ার আসর
কামরুল হাসান:স্টাফ রিপোর্টঃ
সুন্দরগঞ্জে হরিপুর ইউনিয়নে পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে জুয়া খেলা। কোন কিছুতেই দমন করা যাচ্ছে না সামাজিক ব্যধি নামক জুয়া। কিছু জুয়াড়ীদের মিথ্যা প্রলোভনে মাধ্যমে উঠতি বয়সের ছেলেদের এ নেশায় আসক্ত করা হচ্ছে এবং সর্বস্ব হারাচ্ছে অনেকেই।
উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর-তিস্তা ব্রিজ সংলগ্ন শুরু করে বিভিন্ন বিভিন্ন স্থানে এলাকার স্থানীয় প্রভাবশালীদের নেতৃত্বে এই জুয়ার আসর চলছে।
সরেজমিনে যানা যায়,লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা হয়, সেখানে নেতৃত্বে থাকা জুয়ারিরা মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। এইভাবে সর্বস্ব হারাচ্ছে নবগত জুয়াড়ীরা।ফলে প্রতিনিয়ত জড়িত হচ্ছে নানান অপকর্মে। বৃদ্ধি পাচ্ছে চুরি, ছিনতাই সহ পারিবারিক কলহ।
স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, কিছু প্রভাবশালী ব্যক্তির কারণে কিশোর বয়সের ছেলেরা বুঝে উঠার আগেই করাল গ্রাস এই জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ছে। প্রশাসনের তৎপর না থাকার কারণকেই দায়ী করছেন তারা এবং কি উপজেলার একাধিক পয়েন্টে এমনি ভাবেই চালিয়ে যাচ্ছে জুয়াড়ী আসর।
পরে এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ আজমিরুজ্জামানের সাথে ফোনে কথা হলে, তিনি বলেন যেখানে প্রশাসন জুয়া খেলাকে বন্ধ করতে বদ্ধপরিকর, সেখানে তাড়া কিভাবে জুয়া খেলবেন।এ বিষয়ে কঞ্চিবাড়ী থানার (ফাড়ি) অফিসারের সাথে কথা বলে খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]