পার্বতীপুরে আগুনে পুড়ে ছাই ২৮ টি দোকান,
কমরেড স্বপন, দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৮ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার দুপুর সাড়ে ৩ টার দিকে উপজেলার দাগলাগজে বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলার ফায়ার সার্ভিস ইউনিটের পরিচালক এনামুল হক।
স্থানীয়রা জানান, দুপুর তিনটায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনটি কাপড়ের দোকান,একটি কিন্ডারগার্ডেন স্কুল সহ বেশ কয়েকটি মুদি দোকান ছিল, সেগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় মোট ২৮টি দোকান পুড়ে গেছে।
দিনাজপুর জেলার ফায়ার সার্ভিস ইউনিটের পরিচালক এনামুল হক বলেন, দুপুর তিনটার দিকে আগুন লাগার পর আমরা জানতে পারলে প্রথমে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে দেখে পার্শ্ববর্তী ফায়ার স্টেশনের আরও একটি ইউনিটকে খবর দেই। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। পরে দুই ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।