সুন্দরগঞ্জে আন্তর্জাতিক মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত
নিজস্ব প্রতিবেদক-
গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা শ্রমিক লীগের আয়োজনে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন সহ উপজেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা দিবস টি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ কার্যলয়ে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিক লীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি গণেশ চন্দ্র শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাইদুল ইসলামের সঞ্চালনায় শ্রমিক সমাবেশ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী ,সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি ,সাজেদুল ইসলাম,সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুল, রেজাউল আলম রেজা, এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাসুদুর রহমান, সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মুরাদ সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ও উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এসময় মিসেস আফরুজা বারী বলেন, শ্রমিকদের ন্যায্য দাবী পূরণে মালিকদের পক্ষে নমনীয় হওয়া প্রয়োজন।
এর পূর্বে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তালন , একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]