পলাশবাড়ীতে আন্তর্জাতিক মহান মে দিবস দিবস পালিত হয়েছে
গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলায়
১, মে সকাল ১০ টায় মে দিবস উপলক্ষে বিক্ষোভ রেলি
ও শ্রমিক সমাবেশের আয়োজন করে বাস মিনিবাস মাইক্রো
শ্রমিক ইউনিয়ন সহ আরো কিছু সংগঠন।
সমাবেশে বক্তারা বলেন, ‘প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের ৯৫ ভাগ মানুষ শ্রমিক এবং ৫ ভাগ মালিক। বেশিরভাগ মালিক শোষক এবং বেশিরভাগ শ্রমিক শোষিত। শ্রমিকের পরিবেশ নিশ্চিত করতে হবে। উপস্থিত শ্রমিকরা তাদের বক্তব্যে বিভিন্ন দাবীদাবা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের ,সভাপতি মোঃআব্দুস সোবাহান বিচ্ছু ও , সাধারন সম্পাদক বিপ্লব প্রধান পলাশবাড়ী পৌর মিওর, রেজানুর রহমান ডিপ্টি সাবেক সাধারন সম্পদক সুরুজ হক লিটন সাবেক সভাপতি সাবু ড্রাইভার ছাড়াও উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি পালন করেছে ।
মোঃআতিকুর রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি
বিভাগ রংপুর
০১৭৩৯-১৭২২৩৭
তারিখ-০১/০৪/২৩ ইং