পলাশবাড়ীতে ২২ বোতল ফেন্সিডিল’সহ এক ব্যবসায়ী গ্রেফতার
মিলন মন্ডল,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. কামাল হোসেনের দিকনির্দেশনা মোতাবেক ও পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা'র সার্বিক সহযোগীতায় পলাশবাড়ী থানা থেকে মাদককে নির্মূল করতে এসআই রাজু ইসলামের নেতৃত্বে ১ মে সোমবার দুপুরে পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভার অন্তর্গত বাঁশকাটা মৌজাস্থ ব্রাক মোড় নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কে গাড়ি তল্লাশিকালে যাত্রীবাহী বাস জোয়ানা পরিবহনে (ঢাকা মেট্রো-ব-১৩-০৯২৭) ২২ বোতল ফেন্সিডিল সহ
মাদক ব্যবসায়ী আকরাম হোসেন আপেল (২৫)কে গ্রেফতার করেছে পলাশবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আকরাম হোসেন আপেল ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার হরিপুর গ্রামের মর্তুজা আলমের ছেলে বলে জানা যায়।
এ বিষয়ে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]