মিরকাদিমে এক ঝাঁক তরুণ খেলোয়াড়দের ফুটবল মাঠে চলছে মোজাম্মেলের প্রশিক্ষণ
মো: সুজন বেপারী - মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিমে এক ঝাঁক তরুণ খেলোয়াড়দের ক্রীড়াঙ্গনের পরিচালনায় চলছে গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার একাডেমির ফুটবল মাঠে মোজাম্মেলের প্রশিক্ষণ।
গতকাল ২মে মঙ্গলবার বিকেলে পাচঁটায় গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার একাডেমির মাঠে দেখা যায় এক ঝাঁক তরুণ খেলোয়াড়রা অনুশীলন করে যাচ্ছে এ ফুটবল খেলার মাঠে।
রিকাবী বাজার গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার একাডেমির ক্রীড়াঙ্গনের পরিচালনা ফুটবলার কোচ জাগো মুন্সীগঞ্জ টুয়েন্টিফরের সাক্ষাৎকালে মোজাম্মেল বলেন, আমার নিজেরই সপ্ন ছিলো অনেক বড় পিলিয়ার হওয়া যেটা আমি যখন দেখছি যে একটা সময় ভালো জায়গায় পোছাতে পারিনি তো সেটা আমার নিজেরই ব্যার্থতা।
তবে আমরা আপনারা মাধ্যমে সবাইর কাছে দৃষ্টি আকর্ষণ করছি যদি অনেকেই বলে যে মাদক ছেরে মাঠে আয় আসলে এটা সবাইর মুখেমুখেই বাস্তবে সেটা হয়না বাস্তবে অনেক ছেলেবেলে দেখি এন্ড্রয়েড বড় বড় সেট নিয়ে বসেথাকে এবং গেমস খেলে যদি বলি মাঠে আসতে তো আমি অনেক চেষ্টা করি সবাইকে মাঠাআনার জন্য নিজেকে ফুটবল বা ক্রিকেট একটা খেলার সাথে সম্পৃক্ত রাখার জন্য যাতে ফুটবল বা ক্রিকেট খেললে মনমানসিকতা এবং শারীরিক সুস্থ্যতা অনেক ভালো থাকে।
গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার একাডেমির ক্রীড়াঙ্গনের ক্লাবের সভাপতি, মোঃ রফিকুল আলম রফিক বলেন, প্রশিক্ষণ প্রাপ্ত নিয়ে এখান থেকে যেন জাতীয় দলের পর্যায়ে আমাদের খেলোয়াড়রা যেতে পারে সে ভাবে আমরা সুব্যবস্থা করার চেষ্টায় আছি।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]