পলাশবাড়ীর বাসুদেবপুর এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার কারণে কেন্দ্র সচিব অধ্যক্ষ নুরকে অব্যাহতি
মিলন মন্ডল, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজ এসএসসি পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার কারণে কেন্দ্র সচিব অধ্যক্ষ একেএম আব্দুর নূর-কে অব্যাহতি
দিয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড।
২মে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ০৫.৫৫.৩২৬৭.০০০.৩৭.০০৩.২২.৪৮৪ স্মারক পত্র মোতাবেক দিনাজপুর শিক্ষা বোর্ডের স্মারক নং মাউশিবোদি/পনি/এসএসসি পরী:২০২৩/৪৩০৫(১০) তাং ০২/০৫/২০২৩ মোতাবেক পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. তোফাজ্জুর রহমান স্বাক্ষরিত এক পত্রে
দায়িত্ব অবহেলার কারণে কেন্দ্র সচিব অধ্যক্ষ একেএম আব্দুর নুর-কে পরীক্ষা কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
তার স্থলে উক্ত কেন্দ্রের সহকারী প্রধান শিক্ষক/সিনিয়র শিক্ষক অথবা উপজেলা প্রথম শ্রেনীর একজন কর্মকর্তাকে কেন্দ্র সচিবের দায়িত্ব প্রদান করার জন্য অনুরোধ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]