বিরামপুরে মাদকদ্রব্য এ্যাম্পল ইনজেকশন সহ আটক-২
এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য এ্যাম্পল ইনজেকশন সহ দুইজন আটক করেছে বিরামপুর থানা পুলিশ। আজ ৫ মে ২টা.৫০ মিনিট ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্তের নির্দেশনায়
অফিসার এসআই/মোঃ তুহিন বাবু ও সঙ্গীয় অফিসার ফোর্সের দলটি বিশেষ অভিযানে বিরামপুর থানার কাটলা ইউপিস্থ কাটলা বাজার ব্রীজের পশ্চিম পাশ হতে মাদক ব্যবসায়ী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার কালিকাপুর মহল্লার ফকির আলীর ছেলে মোঃ আব্দুল খালেক (৫৫),ও ময়মনসিংহ জেলার সদর ময়মনসিংহ থানার
(আকুয়া মাসকান্দা হামিদ মুন্সির বাড়ি) আকুয়া মোহল্লার মনোয়ার হোসেনের ছেলে সোহাগ (৩৪) কে তাদের নিকটে থাকা ২৩০ (দুইশত ত্রিশ) পিচ মাদকদ্রব্য এ্যাম্পল ইনজেকশন সহ তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে বিরামপুর থানায় 25B(2)/25-D The Special Powers Act,1974,মামলা নং-৪,। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন রয়েছে বলে বিরামপুর থানা তথ্যটি নিশ্চিত করেছেন।