চিরিরবন্দরে সরকারিভাবে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে
সৈয়দ শাহরিয়া আশিক নিজস্ব প্রতিবেদক:
রোববার (৭ মে) দুপুরে চিরিরবন্দর উপজেলার তিনটি খাদ্য গুদাম, চিরিরবন্দর সদর, রাণীরবন্দর ও আমবাড়ি খাদ্য গুদামে এবারে আমন মৌসুমের চেয়ে বোরো মৌসুমে কেজিপ্রতি ২ টাকা বাড়িয়ে ধানের দাম ৩০ টাকা এবং চালের দাম ৩ টাকা বাড়িয়ে ৪৪ টাকা নির্ধারণ করেছে সরকার।
৩০ টাকা কেজি ধান ও ৪৪ টাকা কেজি দরে চাল সংগ্রহের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব, সাধন চন্দ্র মজুমদার ( এমপি)।
চিরিরবন্দর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
জনাব মোঃ তারিকুল ইসলাম তারিক, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, চিরিরবন্দর সদস্য আওয়ামী লীগ দিনাজপুর জেলা শাখা।
সহকারি কমিশনার (ভূমি), চিরিরবন্দর
অফিসার ইনচার্জ (তদন্ত), সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগ চিরিরবন্দর, আব্দুলপুর ইউনিয়ন চেয়ারম্যান, চিরিরবন্দর খাদ্য গুদামের ওসি এলএসডিসহ
স্থানীয় বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও কৃষক উপস্থিত ছিলেন।