ফুলবাড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন
আল আমিন বিন আমজাদ
"শেখ হাসিনার দর্শন" কৃষকের উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলার অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ ২০২৩ এর শুভ উদ্বোধন হয়েছে।
৭ মে সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা এলএসডি গোডাউন চত্বরে বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এসময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী,
ফুলবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, দিনাজপুর জেলাপরিষদের সদস্য মোঃ শফিকুল ইসলাম বাবু,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশ্রাফুল ইসলাম,
উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন,ফুলবাড়ী এলএসডি অফিসার মোঃ ইমরান হোসেন,বেতদিঘী ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল কুদ্দুস,আমিন অটো রাইচ ইন্ডাস্ট্রিজ এর সত্বাধিকারী মোঃ রুহুল আমিন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তি যোদ্ধা সৈয়দ হাসান ফারুক,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম ডাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চালকল মালিক সমিতির সদস্যবৃন্দ ও গণমাধ্যম কর্মীবৃন্দ।
উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন জানান এবছর উপজেলায় প্রতি কেজি ধান ৩০ টাকা দরে ১ হাজার ২শত ২ মেট্রিক টন ও প্রতি কেজি চাল ৪৪ টাকা দরে ৯ হাজার ২ শত ২২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]