মুন্সীগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী অন্যতম খেলাধুলার হিসেবে পরিচিতি মাঠ
মোঃ সুজন বেপারী - মুন্সীগঞ্জ জেলার মীরকাদিমের রিকাবী বাজারের অন্যতম একটি খুব পরিচিতি ঐতিহ্যবাহী খেলার মাঠ এমাঠে ফুটবল ও ক্রিকেট দুটাই আনুষ্ঠানিক হিসেবে খেলাধুলা চলে ঐতিহ্যবাহী মাঠটি এখন বর্তমান জেলার গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার একাডেমি হিসেবে অন্তর্ভুক্ত ক্লাবের সভাপতি ক্রীড়াঙ্গণের ভারপ্রাপ্ত রয়েছেন জনাব রফিকুল আলম রফিক।
এমাঠের ঘুরে ঘুরে পুরো মাঠের ময়লা পরিবেশ পরিস্কার পরিচ্ছন্নতা গড়ে তুলা ঈমানের অঙ্গ হিসেবে অভিযান পরিচালনা দায়িত্ব রয়েছেন রনি খান চিতা বলেন, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। এ খেলাধুলার মাঠে চারপাশে রয়েছে একটি ঈদগাহ নামাজের মাঠ ও রিকাবী বাজার মাদ্রাসা আরেক দিকে শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের পাশে পল্লী বিদ্যুৎ এরিয়া কাঠের গুড়ে তুলা কয়েক দোকান ব্যাবসায়ীরা অবস্থিত।
তবে জানাগেছে সন্ধ্যার পর এমাঠে পুরো অন্ধকার হলেই যুবকদের আড্ডা জমিয়ে গল্প হিসেবে একটি সুন্দর বিনোদন আলাপচারিতা চললেও গাজাঁ সেবনের সিগারেটের দুয়া গেরানের ছড়িয়ে যায় পুরো গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার একাডেমির এমাঠে। এ বিষয় কিছুদিন আগে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ তারিকুজ্জামান মীরকাদিমে ২৭শে ফেব্রুয়ারি সোমবার গ্রীণ ওয়েল ফেয়ার সেন্টার মাঠে মাদকের বিরুদ্ধে ঘোষণা দিলেও যুবসমাজকে বাঁচাতে মাদক সম্রাটেদের বিরুদ্ধে কোঠোর অভিযান জরুরি।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]