পলাশবাড়ীতে পানের বরজে অগ্নিকান্ড
মিলন মন্ডল, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা জগরজানি গ্রামে রফিকুল ইসলাম এর পানের বরজের উপর দিয়ে বয়ে যাওয়া বৈদ্যুতিক তার থেকে পানের বরজে আগুন লেগে যায়।
৭ মে সোমবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জগরজানি গ্রামের লাভলু মিয়া বলেন পানের বরজের উপর দিয়ে বয়ে যাওয়া হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সঙ্গে একটি পাখি উড়ে যাওয়ার সময় লেগে যায় এবং বিকট শব্দ হয়।
কিছুক্ষণ পরে পানের বরজের উপর দিয়ে ধোঁয়া উঠতে দেখতে পাই। অতিরিক্ত দাপদাহের কারনে সহজেই আগুন লেগে যায়।পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হই।
পান বরজের মালিক রফিকুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, অল্পের জন্য আল্লাহ বাচাইছে, না হলে আমাদের দুই ভাইয়ের বাড়ি সহ পানের বরজ পুরে ছারকার হতো।
তিনি বলেন পানের বরজে আগুন লাগার বিষয়টি বিদ্যুৎ অফিসে জানালে তারা ব্যবস্থা নিবেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]