নীলফামারীতে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
তপন দাস
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ । আজ সোমবার সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলার সৈয়দপুর পৌরসভার কয়ানিজ পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে মিজানুর রহমান বাবু নামে এক ফটোস্টুডিও মালিকের লাশ উদ্ধার করে সৈয়দপুর থানা পুলিশ । নিহত মিজানুর রহমান বাবু উক্ত এলাকার মৃত রুস্তম আলীর ছেলে, এবিষয়ে সরজমিনে গিয়ে কয়েকজনের সাথে কথা হলে তারা জানান মিজানুর রহমান বাবু এক জন ভালো মানুষ ছিলো এবং তিনি একটি সুনাম ধন্য ফটোস্টুডিও এর মালিক ও। আর আজ সকালে আমরা শুনতে পারি যে সে মারা গেছে ঘরের জানালায় ওড়না পেচিয়ে তবে আমরা আরো শুনতে পারি যে সে নাকি স্টোক করে মারা গেছে এমন একটি মিথ্যা প্রচারণা চালাছিলো তার পরিবারের লোক জন পরে তার পরিবারের লোকেরাই বলেন তার লাশ ঘরের জানালায় ওড়না পেচিয়ে ঝুলানো ছিল ।
এবিষয়ে ব্যবসায়ী মিজানুর রহমান বাবুর পরিবারের লোকের সাথে কথা হলে তারা জানান বাবু দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন এবং সে ২ বার স্টোক ও করেছিলো । চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিলো তাই তারা হতাশা গ্রস্ত ছিলো । সেই কারনে হয়তো সে আত্মাহত্যা করেছে আর তার সন্তান দের ভবিষ্যৎ চিন্তা করে। আরো একটি সুত্রে জানা যায় যে মিজানুর রহমান বাবু ও তার স্ত্রীর মধ্যে বহুদিন ধরে মনমালিন্য হয়ে আসছিলো তার স্ত্রী সাবিনা বেগম তাকে বিভিন্ন ভাবে আর্থিক দৈন্যদশার জন্য অশ্লীল ভাষায় গালিগালাজ করতো ও সবার সামনে অপমান করতো আর আজ সোমবার সকালে ও তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে এমন ঘটনাটি ঘটে ।
এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ( সৈয়দপুর - কিশোরগঞ্জ সার্কেল) সারোয়ার আলম এর সাথে কথা হলে তিনি বলেন সুরতহাল তদন্তে আত্মাহত্যা বা স্টোক করে মারা যাওয়ায় কোন লক্ষ্মণ পায় নি চিকিৎসক তাই মৃত্যুর কারণ নিশ্চিত করার জন্য মিজানুর রহমান বাবুর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট এলে আমরা বিস্তারিত জানাতে পারবো।
উল্লেখ মিজানুর রহমান বাবু সৈয়দপুর উপজেলা পরিষদের সামনের মেনন ফটোস্টুডিও এর মালিক ও এক মেয়ে এবং দুই ছেলে সন্তানের জনক।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]