দিনাজপুর জেলা প্রশাসক কর্তৃক যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬২তম জন্মবার্ষিকী
রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধি
আজ ২৫শে বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই মে ২০২৩ খ্রিষ্টাব্দ “সমাজ সংস্কার ও রবীন্দ্রনাথ” প্রতিপাদ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ‘১৬২ তম জন্মবার্ষিকী’ জেলা প্রশাসন, দিনাজপুর কর্তৃক যথাযো
গ্য মর্যাদায় উদযাপন করা হয়।
জেলা প্রশাসন, দিনাজপুর এর আয়োজনে সকাল ১০.০০ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, দিনাজপুরে জনাব শাকিল আহমেদ, জেলা প্রশাসক, দিনাজপুরের সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন জনাব ইকবালুর রহিম এমপি, মাননীয় হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ। বিশেষ অতিথি ছিলেন এ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই এমপি; জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম সেবা, পুলিশ সুপার, দিনাজপুর; জনাব মোঃ শামসুল আজম, জোনাল সেটেলমেন্ট অফিসার, দিনাজপুর; জনাব মোঃ জয়নুল আবেদীন, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, দিনাজপুর; জনাব মোঃ আলতাফুজ্জামান মিতা, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, দিনাজপুর।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ; বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় জনপ্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের রবীন্দ্রপ্রেমী মানুষ।
এছাড়া দিনাজপুর জেলার সকল উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ‘১৬২ তম জন্মবার্ষিকী’ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]