নীলফামারীতে ডিএনসির অভিযানে ৮ কেজি গাঁজা সহ আটক ২
তপন দাস
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ কেজি গাঁজা সহ ২ জন কে আটক করা হয়েছে । আজ মঙ্গলবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে নীলফামারীর সৈয়দপুরের কামারপুকুরে দূরপাল্লার বাসে অভিযান পরিচালনা করে কুমিল্লা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী আহসান এন্টারপ্রাইজের ২ যাত্রীর কাছ থেকে ৮ কেজি সহ আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ( ডিএনসি) এর একটি অভিযানিক দল। আটককৃতরা হলো ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নিয়াপাড়া গ্রামের মোহাম্মদ আব্দুল বাকেরের পুত্র মোহাম্মদ ওমর আলী ( ২৪) ও কুমিল্লা জেলার কোতয়ালী থানার উত্তর দূর্গাপুর গ্রামের ইউনুস আলীর পুত্র মোহাম্মদ সুজন ওরফে সোহেল (২৫) প্রত্যকের কাজ থেকে ৪ কেজি করে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারী জেলার সদস্য বৃন্দ।
এবিষয়ে অভিযান পরিচালনার নেতৃত্ব দানকারী ডিএনসির নীলফামারী জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আমরা গোপন এক তথ্যের ভিত্তিতে আজ সকালে সৈয়দপুর উপজেলার কামালপুর নামক স্থানে দূরপাল্লার বাসে অভিযান পরিচালনা করি এবং এক পর্যায়ে কুমিল্লা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী আহসান এন্টারপ্রাইজ এ থাকা ২ যাত্রীর কাছ থেকে ৪ কেজি করে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করতে আমরা সক্ষম হই। এবং তাদেরকে সৈয়দপুর থানায় সোপর্দ করা হয়।
এবিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন আটককৃত দের থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন ডিএনসির নীলফামারী জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম এবং দুপুরে আটক কৃতদের জেলা আদালতে প্রেরণ করা হয়েছে ।