নীলফামারীতে বাসের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু
তপন দাস
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে বাই সাইকেল আরোহী এক বৃদ্ধ ।
বুধবার সন্ধ্যায় নীলফামারীর সদর উপজেলার উত্তরা ইপিজেড সংলগ্ন হাজী পাড়া নামক স্থানে নীলফামারী ট্রাভেল (নাদের পরিবহন) নামে একটি যাত্রী বাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যান সৈয়দ ইজাজুল হক শাহ ফকির ( ৬৩) নামে বাইসাইকেল আরোহী এক বৃদ্ধ। নিহত বৃদ্ধা সদর উপজেলার উত্তরা ইপিজেড পিলার বাজার এলাকার মৃত সৈয়দ জসিম উদ্দিন শাহ ফকিরের ছেলে। এবিষয়ে প্রত্যক্ষ দর্শী কয়েকজনের সাথে ঘটনাস্থলে গিয়ে কথা হলে তারা জানান নিহত এজাজুল হক সন্ধ্যায় উত্তরা ইপিজেড বাজার থেকে তার বাইসাইকেল করে নিজ বাসার উদ্দেশ্যে যাচ্ছিলো, তখন চিলাহাটি থেকে ছেড়ে আসা সৈয়দপুর গামী গেটলক একটি যাত্রী বাহী বাস নাদের পরিবহন এর ধাক্কায় নিহত বৃদ্ধা এজাজুল হক বাাসের ভিতরে চলে যায় এবং ঘাতক বাসটি তখন নিহত বৃদ্ধাকে আধা কিলোমিটার দূরে টেনে নিয়ে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিষয় টি নিশ্চিত করে উত্তরা ইপিজেড এর ফায়ারসার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন খবর পাওয়া মাত্র আমাদের একটি উদ্ধার কারী টিম সেখানে যায় এবং লাশ ( মরদেহটি) টি উদ্ধার করা হয় এবং পরে পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এদিকে নীলফামারী সদর উপজেলার ওসি মোক্তারুল আলম জানান আইনি সব জঠিলতা শোষ করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে