ডিমলায় আইন-শৃংখলা কমিটির সভা
মোঃ আব্দুল হামিদ সরকার
নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলায় আইন শৃংখলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বারের ন্যায় (১১-মে/২৩ ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসানের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উল্লেখিত কমিটি সমূহের সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম৷
তিনি বক্তব্যে চোরাচালান রোধ, নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ প্রশাসনের পাশাপাশি আনসার ও ভিডিপি বিজিবি,গ্ৰাম পুলিশ সদস্যদের তৎপর থাকতে হবে বলে আলোচনা করেন। সীমান্তে চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরকে সর্বদা সর্তক থাকার আহবান জানান৷ এছাড়াও বিগত মাসের আইন-শৃংখলা পরিস্থিতির বিষয় নিয়ে আলোকপাত করেন, ডিমলা থানারর দ্বিতীয় কর্মকর্তা মীর মোঃ সাজ্জাদ হোসেন।
ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মোকলেছুর রহমান ও বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ ডিমলা উপজেলা র সভাপতি মোঃ বেলাল হোসেন সরকার, উপজেলার প্রতিটি স্কুল, কলেজ, মাদ্রাসা চলাকালীন প্রধান প্রধান সড়ক সহ শিক্ষা প্রতিষ্ঠান এলাকার রাস্তাঘাটে অবৈধ যানবাহনের মধ্যে ট্রাক্টর, ট্রলি ও নসিমন গাড়ীগুলো চলাচলের নিষেধাজ্ঞা জারি করে দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু শ্রী যুক্ত নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সিদ্দীকা, সমাজসেবা কর্মকর্তা মোছাঃ নুরুন নাহার নুরি, বিজিবি’র বালাপাড়া কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার মোঃ কফিল উদ্দিন, থানার হাট কম্পানী কমান্ডার মোঃ আব্দুর রহমান৷
এসময় উপস্থিত ছিলেন, ডিমলা সদর ইউনিয়ন পরিষদের নবাগত চেয়ারম্যান এ.এইচ. এম ফিরোজ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হালিম, প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ সেলিনা আক্তার,
উপজেলার আইন শৃংখলা মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে প্রতিমাসের মত আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো বেশী তৎপর করে যেতে হবে যাতে করে সীমান্ত অতিক্রম করে কেউ গরু সহ মাদক নিয়ে আসতে না পারে। সেই সাথে খেয়াল রাখতে হবে, কোন ভাবেই যেন আইন শৃখংলা পরিস্থিতির অবনতি পরিলক্ষিত না হয় বলে তিনি সভার মুলতবি ঘোষনা করেন৷
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]