রংপুরের গঙ্গাচড়ায় কালী প্রতিমা ভাঙচুর
রিয়াজুল হক সাগর,রংপুর ।
রংপুরের গঙ্গাচড়ায় কালী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১১ মে) রাতে উপজেলার কোলকোন্দ ইউনিয়নের শিঙ্গীমারী শ্মশান কালী মন্দিরের কালী প্রতিমা ভাঙচুর করা হয়। এ ঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, রপুর জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শিঙ্গীমারী শ্মশান কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুধীর চন্দ্র বর্মন জানান, ওই মন্দিরের চারদিক ঘেরা।
প্রবেশ দ্বারে কলাপসিবল গেট রয়েছে।
দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতের কোনো এক সময় গেটের বাইরে থেকে বাঁশের কঞ্চি দিয়ে প্রতিমা টেনে ফেলে দিয়ে ভাঙচুর করেছে।
সকালে লোকজন প্রতিমা ভাঙচুর দেখে পুলিশে খবর দেয়। বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]