বন্দরে অভিনব কায়দায় পুলিশ পরিচয়ে মিশুক অটো ছিনতাই
জীবন আহম্মেদ,স্টাফ রিপোর্টার :-
মদনপুর বাস স্ট্যান্ড থেকে পুলিশ পরিচয় দিয়ে অভিনব কায়দায় ডাইভার শাহিনের কাছ থেকে একটি মিশুক অটো ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারী চক্র। ভুক্তভোগী শাহিন জানান তিনি ১৯/৪/২০২৩ইং।রোজ বুধবার ১,৫৬০০০ হাজার টাকা দিয়ে মিশুক অটো গাড়ি টি কিনেছিলেন।কিন্তু ৭/৫/২০২৩ইং আনুমানিক সকাল ৮ টার সময় ডাইভার শাহিনের কাছে থাকা মিশুক অটো গাড়ি টি কাঁচপুরের বিসিক এলাকা যাবে বলে ভাড়া নেয়, দুই জন অজ্ঞাত ব্যাক্তি তিনি জানান, দুই জন অজ্ঞাত ব্যাক্তি পুলিশ পরিচয় দিয়ে আমাকে কাঁচপুরের বিসিক এলাকা নিয়ে আমার কাছে থাকা মিশুক অটো গাড়ি ছিনতাই করে নিয়ে যায়। আমি এই বিষয়ে কামতাল তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেছি। পুলিশ জানান, এই ছিনতাইকারী বিষয় টা তদন্তের মাধ্যমে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।