মণিরামপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩-এ
৩ বিষয়ে প্রথম প্রিয়ন্তি
ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি )
মণিরামপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ পালন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় তিনটি বিষয়ে প্রথম হয়েছে ফারহা শাহিন প্রিয়ন্তি। শনিবার সকাল থেকে দুপুর পযর্ন্ত মণিরামপুর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে মণিরামপুর সরকারী বালিকা বিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রিয়ন্তি মণিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনির শিক্ষার্থী হিসেবে প্রতিযোগিতায় অংশ নেয়। স্কুল পর্যায়ে ‘ক’ বিভাগের প্রতিযোগী হিসেবে সে নির্ধারিত ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ এর উপর বক্তৃতা ছাড়াও কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে সে তিনটিতেই প্রথম হয়েছে। এতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
মণিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমার বিশ্বজিৎ মন্ডল প্রিয়ন্তির এই কৃতিত্বে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘তার এই কৃতিত্বে আমরাও গর্বিত ও আনন্দিত। এর আগেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে উপজেলা ও জেলা পর্যায়ে সে কৃতিত্ব অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার বলেন, ‘সৃজনশীল কাজ শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে সহায়ক। জাতীয় শিক্ষা সপ্তাহ তিনটি বিষয়ে প্রথম হওয়া কঠিন ও সাধনার বিষয়। তাকে অভিনন্দন ও শুভেচ্ছা। ভবিষ্যতেও সে তার এই কৃতিত্বের ধারা অব্যাহত রাখবেন বলেও আশা প্রকাশ করছি।’
প্রিয়ন্তি সাংস্কৃতিক অঙ্গন, খেলাধুলাসহ পড়ালেখাতেও যাতে কৃতিত্ব অর্জন করতে পারে সে জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার পিতা শেখ শহিনুর রহমান ও মাতা মিলি সুলতানা।