অটো চার্জারের চাকায় ওড়না পেঁচিয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু
মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: অটো চার্জার রিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে সৃষ্টি (১২) নামের এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৪ মে) দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ীর পার্শ্ববতী পার্বতীপুর উপজেলার আনন্দ বাজার থেকে ফুলবাড়ী আসার পথে ধূলাউধাল একতা ব্রিক্স এর সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সৃষ্টি জেলার খানসামা উপজেলার দুবলিয়া গ্রামের বাসুদেবের মেয়ে। সে ওই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার (১২ মে) সৃষ্টি তার কাকা পরিমল ও কাকি রাখি রানীর সাথে আনন্দ বাজার আসে জনৈক আত্মীয়ের শ্রাদ্ধ খেতে। শ্রাদ্ধ শেষে রোববার দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ী হয়ে বাড়ি যাওয়ার জন্য একটি অটো চার্জারে করে রওনা দেয়। পথেই ধূলাউধাল এলাকার একতা ব্রিক্স এর সামনে তার গায়ে থাকা ওড়না চার্জার রিক্সার চাকায় পেঁচিয়ে গেলে সৃষ্টি অচেতন হয়ে পড়ে। এসময় তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম এ খবর নিশ্চিত করে বলেন, সরতহাল শেষে পরিবারের দাবি না থাকায় তাদের কাছে মরদেহ হস্তান্তরের পক্রিয়া চলছে। তবে ঘটনা স্থল পার্বতীপুর থানা এলাকা হওয়ায় পার্বতীপুর থানার অনুমতির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]