বন্ধুদের সাথে পুকুরে গোসলে নেমে শিক্ষার্থীর মৃত্যু
মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে আলিফ হোসেন (১৫) নামের অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আলিফ হোসেন উপজেলার ৬নং দৌলতপুর ইউপির বারাইপাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে।
নিহতের চাচাত ভাই শাহিন আলম বলেন, দুপুর সাড়ে ১২টায় তিন বন্ধু মিলে প্রতিদিনের ন্যায় গ্রামের পুকুরে গোসল করতে যায় আলিফ। গোসলের এক পর্যায়ে তাকে দেখতে না পেয়ে তার অপর দুই বন্ধু জয় ও তাজমিনুর চিৎকার শুরু করে। তাদের চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে খোঁজাখুঁজি করে। তাকে না খুঁজে পেয়ে জাল ফেলে প্রায় একঘন্টা পর উদ্ধার করা হয়। এরপর দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলিফ হোসেন উপজেলার জয়নগর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও দুই ভাইবোনের মধ্যে ছোট ছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের তথ্য অনুযায়ী, দুপুর ২টায় মৃত অবস্থায় আলিফ হোসেন কে হাসপাতালে নিয়ে আসা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এক্ষেত্রে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।#