দুর্ঘটনা রোধে নড়াইল ভ্যানচালকদের মাঝে রেডিয়াম স্টিকার বিতরণ ও সড়ক-মহাসড়ক
চলাচল সচতনতা সৃষ্টি
মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।
দুর্ঘটনারোধ নড়াইল ভ্যানচালকদের মাঝে রেডিয়াম স্টিকার বিতরণসহ সড়ক-মহাসড়ক চলাচলের ক্ষেত্র সচতনতা সষ্টি করা হয়েছে। এছাড়া প্রচন্ড গরম শরীর সুস্থ রাখতে ভ্যানচালকদের খাবার স্যালাইন, মিনারেল ওয়াটার ও লাল-সবুজের ক্যাপ বিতরণ করা হয়।
সেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোজের উদ্যাগে শুক্রবার সকালে নড়াইল-ঢাকা- বেনাপোল জাতীয় মহাসড়কর রুপগঞ্জ এলাকায় ৬০জন ভ্যানচালকের মাঝে রেডিয়াম স্টিকারসহ এসব উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- নড়াইল পৌরসভার কাউন্সিলর ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরিফুল আলম লিটু, জেলা আওয়ামী লীগের সদস্য হাফিজ খান মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, স্বপ্নের খোঁজের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ, সাধারণ সম্পাদক এস এম শাহ পরাণসহ অনেকে।
স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের সভাপতি মির্জা গালিব সতেজ বলেন, দুর্ঘটনারোধ নড়াইলের সড়ক-মহাসড়ক চলাচলরত ভ্যালির পেছনে দু'টি করে রেডিয়াম স্টিকার দেয়া হয়েছে। যাতে করে মোটরসাইকেলসহ রাত বেলা চলাচলরত অন্য যানবাহনগুলো সহ ভ্যানগাড়ি দেখত পায়। এছাড়া রাস্তায় চলাচলের নিয়ম-কানুন সম্পর্কে ভ্যানচালকদের সচেতনতা সৃষ্টি করা হয়েছে। অন্যদিকে প্রচন্ড গরম শরীর সুস্থ রাখতে ভ্যানচালকদের মাঝে খাবার স্যালাইন, মিনারেল ওয়াটার ও লাল-সবুজের ক্যাপ বিতরণ করা হয়েছে।
মির্জা গালিব সতেজ আরো বলেন, ২০১৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর ভাসমান বেদে সম্প্রদায়ের জীবনযাত্রার মানউন্নয়নসহ সমাজের পিছিয়ে পড়া জনগাষ্ঠীকে নির্ণয়ে কাজ করছি। দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষার উপকরণ বিতরণ, সড়কসহ বাড়ি বাড়ি বৃক্ষবাপন, অসহায় শিশুদের জন্য বিনামূল্য ঈদবাজার, ইফতার করানাকালীন সময় খাদ্য সহায়তা, বিনামূল্য সবজি বাজার, চিকিৎসা, গরিব কৃষকর ধানকর্তনসহ বিভিন্ন। সামাজিক কাজ করেছি। সংগঠনের সদস্য, পরিবার- পরিজনদের আর্থিক সহযোগিতায় আমরা কাজ করছি। এ কাজে প্রশাসন, রাজনৈতিক নেত্রীবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ আমাদের সবসময় সহযোগিতা করে আসছে। বর্তমান আমাদের সদস্য সংখ্যা ৪৫ জন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]