হিলিতে উপজেলা পর্যায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ইউসুফ আলী
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উৎযাপন কমিটির শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন পাউশগাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মোঃ ইউসুফ আলী।
বুধবার (১৭ মে) বিকেলে উপজেলা সভাকক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উৎযাপন কমিটির বিচারক মন্ডলীগণ উপজেলা পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে এ ফলাফল ঘোষণা করেন। হাকিমপুর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উৎযাপন কমিটির বিচারক মন্ডলীর সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ আলম এর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান হারুন-উর- রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ (ভারপ্রাপ্ত) দক্ষিণ বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক টুকু প্রমুখ।
বিচারক মন্ডলী শিক্ষা ক্ষেত্রে বাৎসরিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে পাউশগাড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক মোঃ ইউসুফ আলী জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়।