আজ শনিবার (২৭ মে), বিকালে রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলরুমে রংপুর সাহিত্য একাডেমির সাহিত্য আসর ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আহবায়ক কমিটির আহবায়ক ড, নাসিমা আকতারের সভাপতিত্বে কবিতা পাঠ করেন, তৈয়বুর রহমান বাবু, সুফি জাহিদ হোসেন, এস এম শহীদুল আলম, কবিরাজ ইসমাইল মোল্লা, মোজাম্মেল হোসেন, এটি আহমেদ হিমু।
স্বাগত বক্তব্য রাখেন রওশন আরা সোহেলী, গোলাম সরওয়ার মির্জা, ইরা হক,কামরুজ্জামান, জেনিফার আলী,মাহমুদ এলাহী মন্ডল, রুপু মজুমদার, সরকার বাবলু, আশরাফ খান কিরন, মতিয়ার রহমান, পারভীন আক্তার, সুনীল সরকার, হাকীম দবির উদ্দিন, কামরুননাহার ঝর্না, সেলিনা আক্তার লিপি, আব্দুস ছালাম মিয়া, আল আমিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহ আলম। উল্লেখ থাকে যে, এ আসরটি জাতীয় কবি নজরুল ইসলামের ১২৪ তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে।