চাকই মরিচা ভবানীপুর বাজারে আজ ৫ম বার্ষিকী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী রাশেদুল ইসলাম ও ইসমাইল মোল্যা
মোঃ রাসেল হুসাইনআজ ২৭ মে শনিবার চাকই মরিচা ভবানীপুর বাজারে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ ঘটিকা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং দুপুর ২ ঘটিকায় শেষ হয়।
যশোর ও নড়াইল দুই জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত চাকই মরিচা ভবানীপুর বাজার।
চাকই মরিচা ভবানীপুর বাজারের নির্বাচনে অংশগ্রহণ করেন ৬ জন প্রার্থী এর মধ্যে সভাপতি পদে ২জন সাধারণ সম্পাদক পদে ২ জন এবং কোষাধ্যক্ষ পদে দুই জন।
নির্বাচনে সভাপতি পদে ছাতা মার্কা নিয়ে ১৬৫ ভোট পেয়ে বিজয়ী লাভ করেছেন রাশেদুল ইসলাম শান্টু তার নিকটতম প্রার্থী মোস্তাইন মোল্যা আনারস মার্কা নিয়ে পেয়েছেন ৯৫ ভোট।
এবং সাধারণ সম্পাদক পদে তালাছাবি মার্কা নিয়ে ১৫০ ভোট পেয়ে বিজয়ী লাভ করেছেন মোঃ ইসমাইল মোল্যা তার নিকটতম প্রার্থী মোঃ মাসুদ মোল্যা কলস মার্কা নিয়ে পেয়েছেন ১০৮।
কোষাধ্যক্ষ পদে টেবিল মার্কা নিয়ে ১৩৯ ভোট পেয়ে বিজয়ী লাভ করেছেন মোঃ তুহিন মুন্সি তার নিকট তম প্রার্থী আহাদ আলী সরদার কলম মার্কা নিয়ে পেয়েছেন ১২০ ভোট।
সুন্দর পরিবেশে সুষ্ঠভাবে ভোট দিতে পেরে ভোটাররা অনেক আনন্দিত।
সভাপতি পদে বিজয়ী লাভ করে রাশেদুল ইসলাম শান্টু ভোটারদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন আমি তাদের আমানত রক্ষা করবো ইনশাআল্লাহ এবং বাজারের উন্নয়ন অব্যাহত রাখবো।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী লাভ করে মোঃ ইসমাইল মোল্যা বলেন বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিমায়েত হুসাইন ফারুকের অক্লান্ত পরিশ্রমে এবং বাজারের ভোটারদের ভালবাসায় আমি বিজয়ী হয়েছি তাই তাদের সুখ দুঃখের সাথী হয়ে সব সময় পাশে থাকবো আমি।
মির্জাপুর পুলিশ ক্যাম্প ও ভাটপাড়া পুলিশ ক্যাম্পের পুলিশের তৎপরতায় নির্বাচন কোনো ঝামেলা ছাড়া সুস্থ ও সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে।