মু ন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের সাবেক বিএনপির নেতা সভাপতি, মোহাম্মদ সাইদ বেপারী আয়োজনে পূনরায় দাবিতে নতুন কমিটির বিরুদ্ধে প্রতিবাদ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
২৮শে মে আজ রবিবার শিলই ইউনিয়নের গ্রামে এক হাজার নেতাকর্মীদের নিয়ে বিএনপির নেতা সাবেক সভাপতি, মোহাম্মদ সাইদ বেপারী নতুন কমিটির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে পূনরায় দাবিতে উল্লেখ্য করে জানান যে, বর্তমান শিলই ইউনিয়নের বিএনপির নতুন কমিটি একটি অন্তর্গত বিহীন অগণতান্ত্রিক পন্থায় দলের সঙ্গে সম্পর্কবিহীন অযোগ্য লোকদের দিয়ে বিপুল অর্থের বিনিময়ে নতুন কমিটি গঠনের পূনরায় আনার দাবিতে আহ্বান জানান বিএনপির নেতাকর্মীরা।
এসময় উপস্থিতি ছিলেন, শিলই ইউনিয়নের বিএনপির নেতা সভাপতি, মোহাম্মদ সাইদ বেপারী ও সাধারণ-সম্পাদক, নতুন প্রার্থী জামান সরকার ও নুর মোহাম্মদ মোল্লা ও সাংগঠনিক সম্পাদক-শহিদুল সরকার ও যুবদলের সভাপতি-খোকা জমাদার, যুবদলের নেতা আলমগীর হালদার, আসলাম দেওয়ান, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি হামিদ দেওয়ান। স্বেচ্ছাসেবক দলের নেতা হাজী সেলিম, শাকিল মাঝি। ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইউসুফ আহমেদ অপু সহ অন্যান্য প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
What's App: +8801710-489904 E-mail: [email protected]