“ গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলায়
-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এই অঙ্গিরাকে কে ধারন করে গ্রীন ভয়েস(Green Voice) পরিবেশবাদী যুব সংগঠন, সুন্দরগঞ্জ উপজেলার গ্রীন ভয়েস এর উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । সেই সাথে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ফলজ বৃক্ষের চারা বিতরন করা হয়।
আজ ৫ জুন বেলা ৫ টায় গ্রীন ভয়েস এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস সংগঠনের উপদেষ্টা মিনিস্টার প্লাজা ও নিউ বেস্ট ইলেকট্রনিক এর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার মোঃ রুবেল মিয়া, সংগঠনের সহ-সাংগঠনিক সম্পাদক মাহাফুজার রহমান মাইদুল,যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাকিল,ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ জীবন মিয়া, ববিতা আক্তার,আলামিন মিয়া, তানভীর রহমান, রাঙ্গা মিয়া, বর্ণমালা বিদ্যাপীঠ এর শিক্ষক মহোদয় সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশগত মান উন্নয়নে বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার লক্ষ্যে পালন করা হয় দিবসটি।১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে প্রতিবছর ৫ জুন সারা বিশ্বে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।পরিবেশই প্রাণের ধারক ও বাহক। পরিবেশ ও প্রকৃতির সঙ্গে মানুষের রয়েছে নিবিড় সম্পর্ক। জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত নগরায়ন এবং সম্পদের অপরিমিত ব্যবহারের ফলে প্রকৃতি ও পরিবেশ আজ অনেকটাই বিপর্যস্ত, হ্রাস পাচ্ছে জীববৈচিত্র, বিঘ্নিত হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য।পরিবেশ সুরক্ষায় প্রয়োজন সচেতনতা। সচেতনতার মাধ্যমে আমরা প্রকৃতি ও পরিবেশকে সুন্দর রাখতে পারি। এর ফলে বাঁচবে পৃথিবী, বাঁচবে মানবজাতি।
আসুন পরিবেশ রক্ষায় নিজেরা সচেতন হই
এবং অন্য কে সচেতন করি
সুন্দর পৃথিবী গড়ি।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
What's App: +8801710-489904 E-mail: [email protected]