মাদক ব্যবহারের সঙ্গে আসা
প্রতিবন্ধকতা এবং অন্যান্য সমস্যা সমান্তরাল চলতে পারে, যেমন বৈধ সংবিধানিক সংশোধন, মানবাধিকার লঙ্ঘন, আর্থিক অপ্রতিষ্ঠিতি, পরিবারের ঝগড়া, শিক্ষার সঙ্গে পরিকল্পনা করা, সামাজিক আইন লঙ্ঘন এবং আরও অনেক কিছু। মাগুরা জেলা অন্যতম স্পট হিসেবে ব্যবহার করা মাদক কারবারি ব্যাক্তিদের জন্য সুযোগ্য আশ্রয়স্থল ,গত দিনগুলোতে এমন সক্রিয় চক্রের সদস্যরা পুলিশকে ছাড় দেওয়ার কারিগর হিসেবে বিবেচ্য বলে গণ্য করতো।
কিন্তু এই প্রচলিত এই প্রথা থেকে বেরিয়ে এসে মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দোলা রেজা পিপিএম (বার) ও তার চৌকষ অফিসার ফোর্সদের নিয়ে এক বিরাট প্রতিরোধ কর্মযোগ্য সৃষ্টি করেন এবং তৎসংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণ করেন। যে মাদক মা ও ছেলে,স্বামী ও স্ত্রী এবং আপনজনকে পৃথক করেছে এই ভয়াবহ মাদককে তিনি সম্পূর্ণরূপে জিরো টলারেন্স ঘোষণা করেন। তাঁর নেতৃত্বে সকল গোয়েন্দা অভিযান পরিচালনা দ্বারা উল্লেখযোগ্য ভাবে মাদক নির্মূল সম্ভব হচ্ছে।
মাগুরায় পুলিশ সুপার যোগদান এর সংশ্লিষ্ট সময় হতে গত দশ মাসের পরিসংখ্যান অনুযায়ী দেখা যায়,
মাদক মামলা ২৪৭টি এবং নিরলসভাবে পরিশ্রমে (অনেকাংশে ২৪ ঘন্টায়)সফল অভিযানে গ্রেফতার: ৩২৪ জন।
উক্ত ২৪৭ টি মামলা সমুহে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ৫৩,৯০,৬০০ টাকা।
মামলার ও গ্রেফতারকৃতের সংখ্যা তুলনামূলক শতকরা বিশ্লেষণ ৯৩% সফল যা বিগত সময়ের অপেক্ষা অধিক কল্যাণকামী। মাগুরা পুলিশ সুপার, মশিউউদ্দৌলা রেজা (পিপি এম বার) জানান মাগুরা জেলা কে শান্তিপূর্ণ জেলা হিসাবে বাস্তবায়ন করতে ও সকল পর্যায়ের মানুষকে আইনি সহয়তা দিতে মাগুরা জেলা পুলিশ সর্বদা নিরলাস ভাবে কাজ করে যাচ্ছে এবং এ ধারা অব্যাহত থাকবে।