পটুয়াখালীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ গ্রেফতার-
মোঃসাইদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ-//
সারাদেশে বিদ্যুতের লোড শেডিং ও দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে পটুয়াখালী জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমবেশ করেন।
আজ সকাল ১০ টায় শহরের পুরাতন বাস স্টান্ড ফটিকের খেয়াঘাট সংলগ্ন বিদ্যুৎ অফিসের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ শুরু হয়।
জেলা বিএপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব স্নেহাংসু সরকার কুট্টির সঞ্চালনায় এ প্রতিবাদ সমাবেশ করেন জেলা বিএনপি।
এসময় জেলা বিএনপির সকল অঙ্গ ও সংগঠনের সকল নেতা কর্মিরা অংশ গ্রহন করেন। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের হলে নেতা কর্মিদের পুলিশ ধাওয়া করেন এসময় মিছিল থেকে যুবদলের দুই কর্মিকে গ্রেফতার করেন পটুয়াখালী সদর থানা পুলিশ।
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।