প্রায় ৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও একটি পরিবার
মো:এরশাদুল হক
স্টাফ রিপোর্টার :
প্রায় পাচঁ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আত্ম গোপনে চলে গেছে মো:আলমগীর হোসেন ও তার পরিবার। অভিযোগ সূত্রে জানা গেছে মো:আলমগীর হোসেন পিতা মৃত জামিন মল্লিক গ্রাম: খারই খালি পো:কে জোলা:থানা মোড়ল গঞ্জ জেলা :বাগের হাট
দীর্ঘ দিন ধরে ফেনী জেলার মহিপালে তাহের ভিলার পাশে
খোকন মিয়ার বস্তি বাড়িতে তার
শশুড়- শাশুড়ি ,শ্যালক সহ পাশা পাশি বাসায় ভাড়া থাকতেন।দীর্ঘ দিন ফেনী থাকার কারণে সবার সাথেই ভালো সম্পর্ক গড়ে তোলেন।বিভিন্ন সময়ে অভাবের কথা বলে আলমগীর হোসেন এবং তার স্ত্রী বিউটি সহ
প্রায়ই মানুষের কাছে টাকা ঋণ নিয়ে ফেরত দেয়ার সময় না অজুহাতে আর ফেরত দিতো না। ঘাসফুল ও ব্রাকের মত এন জি ও থেকে কিস্তি দেয়ার কথা বলে টাকা নেয়া,তার শ্যালকের স্ত্রীর কাছে, এমনকি শাশুড়ি মায়ের কাছ থেকে টাকা নেয়া বাদ দেয়নি। এমতাবস্হায় তার
শশুড় শাশুড়ি প্রায় পাগল পারা হয়ে গেছে তাদের সন্ধান পাওয়ার জন্য।পরিবারটি ব্যাবহৃত মোবাইল নম্বর তিনটিই
বন্ধ রয়েছে। মোব:নং গুলো যথাক্রমে 01735947872, 01818343340,/01786403400 কেউ পরিবারটির খবর পেলে এই 01721894191 নম্বরে জানানোর অনুরোধ রইল।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]