দিনাজপুর বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা জানালেন বিরামপুরের সুযোগ্য ও জননন্দিত পৌর মেয়র আক্কাস আলী। আজ (১২ জুন) দিনাজপুর বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা জানালেন বিরামপুর সুযোগ্য ও জননন্দিত পৌরমেয়র অধ্যক্ষ আক্কাস আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজু,বিরামপুর কৃষি কর্মকর্তা ফিরোজ আহমেদ,বিরামপুর পৌর নির্বাহী কর্মকর্তা সেরাফুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী,উপজেলা মৎস্য কর্মকর্তা কাওসার হুসেন,উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল,উপজেলা,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম,বিরামপুর প্রেসক্লাব সভাপতি মো: আকরাম হোসেন,একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আসমা বানু,উপজেলা ভিত্তিক রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ সহ প্রমুখগণ উপস্থিত ছিলেন। বিরামপুর উপজেলা চত্বর বঙ্গবন্ধু স্মৃতিসৌধে ফুলের শ্রদ্ধা জানান। এ সময় উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মোখলেছুর রহমানের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওন তার কার্যালয়ে আসন গ্রহণ করেন। এ সময় তিনি বিরামপুর উপজেলা বাসির সার্বিক সহযোগিতা কামনায় সেবা প্রদানের প্রতিশ্রুতি জ্ঞাপন করেন।