ফেনী শহরের রামপুর এলাকায়
প্রেমের প্রলোভন দেখিয়ে মিশু নামের এক ছেলে স্কুল ছাত্রীকে
ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মডেল থানায় মামলা হয়েছে।আদালত সূত্রে জানা যায় রবিবার বিকেলে ফেনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
ফাতেমা তুজ জোহরা মুনার আদালতে ২২ ধারায় নির্যাতনে শিকার ঐ ছাত্রী জবান বন্ধি দেয়।পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে শুক্রবার দুপুর ২,৩০
মিনিটের সময় পশ্চিম উকিল পাড়া ভাইটাল ১ ইউনিটের সামন থেকে মিশু নামের ঐ ছেলেটি প্রেমের অভিনয় করে সি এন জি যোগে তুলে নিয়ে যায়। সেখান থেকে রামপুর মসজিদ সংলগ্ন জাহানারা ম্যানশনের তৃতীয় তলায় একটি বাসায় তাকে ধর্ষণ করে সেখান
থেকে বের হয়ে মেয়েটি তার পরিবারকে বিষয়টি জানায়।
পরে তার পরিবার মিশু ও ঐ বাসার বাসিন্দা আয়েশার বিরূদ্ধে উক্ত মামলা দায়ের করেন। ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানায়
আসামীদের ধরার জন্য পুলিশ
মাঠে তৎপর র য়েছে।