বিরামপুরে ইসলামী আনন্দোলন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশ
দিনাজপুর বিরামপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশে দিনাজপুর দক্ষিণ জেলা শাখার আয়োজনে মুফিত সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখ চরমোনাই) সহ নেতাকর্মীদের উপর হামলার দৃষ্টান্তমূলক বিচার এবং ব্যর্থ সিইসি'র পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৬ জুন) বিরামপুর বড় মসজিদে জুম্মার নামাজ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশে দিনাজপুর দক্ষিণ জেলা শাখার নেতৃত্বে একটি বর্ণাঢ্য মিছিল শেষে বিরামপুরস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসের সামনে দিনাজপুর দক্ষিণ জেলা শাখার আয়োজনে নুরে আলম সিদ্দিকী'র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণ জেলা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন,দপ্তর সম্পাদক রায়হান কবির রানা,দিনাজপুর শ্রমিক আন্দোলনের সভাপতি মনির হোসেন,
দিনাজপুর দক্ষিণ জেলা শাখার যুব ইসলামী বাংলাদেশের সেক্রেটারি তরিকুল ইসলাম,ফুলবাড়ী উপজেলার সভাপতি রবিউল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তরা অবিলম্বে মুফিত সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখ চরমোনাই) সহ নেতাকর্মীদের উপর হামলার দৃষ্টান্তমূলক বিচার, বন্ধী নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি,ব্যর্থ সিইসি'র পদত্যাগ, ভোটচোর ও ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের ত্রুত পদত্যাগ দাবী করেন।
অন্যথায় সারাদেশে জুড়ে কঠোর আনন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশে দিনাজপুর দক্ষিণ জেলা শাখার নেতাকর্মী-সমর্থকবৃন্দ,পার্শ্ববর্তী জেলা ও উপজেলার নেতাকর্মী-সমর্থকবৃন্দ সহ প্রমুখ গণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]