বিপিডিসি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিপিডিসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেছেন মহাসচিব সহঃ ডাঃ মোঃ জিয়াউল হক সিদ্দিকী।
বাংলাদেশ প্যারামেডিকেল এন্ড ডিপ্লোমা কাউন্সিল বিপিডিসি কেন্দ্রীয় কমিটির পরিচালনায় ঝিনাইদহের গাড়াগঞ্জ বাজারে। অনুষ্ঠানে চেয়ারম্যান, মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক যোগ দিয়ে শুক্রবার দুপুর ২ টা ১০ মিনিটে ফিতা কেটে হাসপাতালের উদ্বোধন ঘোষণা করেন।
এর আগে, ২০২১ সালের ১লা জানুয়ারী অত্যাধুনিক বিশেষায়িত এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন চেয়ারম্যান আর এম রনি ও মহাসচিব জিয়াউল হক।
নতুন এই হাসপাতালে রয়েছে আন্তর্জাতিক মানের ০২টি মডুলার অপারেশন থিয়েটার। এছাড়া, বিভিন্ন বিভাগসহ কমপক্ষে চার’টি বিশ্বমানের সেন্টারও থাকবে এখানে।
পাঁচটি কেন্দ্রের মধ্যে রয়েছে- মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা কেন্দ্র, কিডনি রোগ চিকিৎসা কেন্দ্র, দুর্ঘটনা ও জরুরি বিভাগ এবং জেনারেল ওয়ার্ড পুরুষ, জেনারেল ওয়ার্ড মহিলা, একটি ১০ শয্যার আইসিইউ।
সেন্টার-বেজড বা কেন্দ্রভিত্তিক চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে এটিই হবে দেশের প্রথম পেশাজীবি সংগঠন এর পরিচালিত আধুনিক হাসপাতাল।
কেন্দ্রভিত্তিক চিকিৎসা সেবা সম্পর্কে বিপিডিসি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রকল্প পরিচালক আর এম রনি বলেন, একজন রোগী চারটি কেন্দ্র থেকেই বিস্তৃত চিকিৎসা সেবা নিতে পারবেন, কারণ প্রতিটিতেই আলাদা আলাদা বিভাগ থাকবে।
হাসপাতালটিতে ২টি ভিভিআইপি কেবিন, ৫টি ভিআইপি কেবিন এবং ডিলাক্স কেবিন সহ মোট ৩০টি কেবিন থাকবে। এবং জেনারেল ওয়ার্ড পুরুষ, জেনারেল ওয়ার্ড মহিলা, একটি ১০ শয্যার আইসিইউ।
এছাড়া, অত্যাধুনিক অপারেশন থিয়েটার, অত্যাধুনিক সিটি স্ক্যান যন্ত্র থেকে শুরু করে সমস্ত পরীক্ষা ডিজিটাল পদ্ধতিতে করা হবে নতুন এই হাসপাতালে।
তিনি আশা প্রকাশ করেন, এই হাসপাতাল নির্মাণের মাধ্যমে রোগীরা দেশেই উন্নত চিকিৎসা সুবিধা পাবে এবং চিকিৎসার জন্য বিদেশ যাত্রার প্রবণতা অনেকটাই কমে আসবে। এতে মানুষের দুর্ভোগ ও চিকিৎসা ব্যয় উভয়ই কমবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিপিডিসি মহাসচিব জনাব মোঃ জিয়াউল হক সিদ্দিকী বলেন আমারা (পল্লী, প্যারামেডিক ও ডিপ্লোমা চিকিৎসকগণ) আর লাঞ্ছিত ও অপমানিত হতে চাইনা আমরা চাই সকল পেশাজীবি সংগঠনের রুপকার হতে। আমরা চাই বারলক্ষ পল্লী, প্যারামেডিক ও ডিপ্লোমা চিকিৎসককে বিপিডিসির সুশীতল ছায়াতলে এনে দক্ষ ও মেধাবী চিকিৎসক হিসেবে দেশের অবহেলিত জনগোষ্ঠীর নিকট পৌঁছে দিতে। তাই সকল নেতা কর্মীকে সততা ও নিষ্ঠার সাথে সাংগঠনিক কাজ করতে অনুরোধ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিপিডিসি উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল হান্নান, ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল, জুইসউজ্জামান, মোস্তাক আহমেদ, টিপু সুলতান সহ আরো অনেক নেত্রীবৃন্দ।