সাংবাদিক সমাজের আয়োজনে পলাশবাড়ীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের অংশ গ্রহনে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । জামালপুর জেলার বকসীগঞ্জ উপজেলায় সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ী সাংবাদিক সমাজের আয়োজনে ১৯ জুন সোমবার সকালে স্থানীয় চৌমাথা মোড়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সিরাজুল ইসলামের সঞ্চালনায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ফজলুল হক দুদু,নরুল ইসলাম,সিরাজুল ইসলাম রতন,আশরাফুল ইসলাম,শহিদুল ইসলাম,মিজানুর রহমান মিলন মন্ডল, রবিউল ইসলাম,আমিরুল ইসলাম কবির প্রমুখ। বক্তারা ,সাংবাদিক গোলাম রব্বানী নাদিম এর হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্ত মুলক শাস্তি ও সাংবাদিকদের জন্য সুরক্ষা আইন বাস্তবায়নের দাবী জানান।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
WhatsApp: +880 1710-489904, E-mail: [email protected]