দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিনদিন ব্যাপী কৃষি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলা পরিষদ চত্ত্বরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. শিবলী খন্দকার সহ কৃষি অধিদপ্তরের পদস্থ কর্মকর্তাগণ ও বিভিন্ন এলাকার কৃষি উদ্যোক্তা ও কৃষকগণ উপস্থিত ছিলেন।
বিভিন্ন নার্সারী ও কৃষি উদ্যোক্তাগণ মেলায় স্টল বসিয়ে তাদের উৎপাদিত কৃষিপণ্য মেলায় প্রদর্শন করেন। গত ১৯জুন শুরু হওয়া মেলায় কৃষি পণ্য প্রদর্শনীতে বিজয়ী কৃষক ও উদ্যেক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
What's App: +8801710-489904 E-mail: [email protected]