প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৪:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২৩, ৭:৪০ পূর্বাহ্ণ
টাকা লেনদেনের ভিডিও ফাঁস, এসআই মানিক ক্লোজড

গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মানিক রানার টাকা লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ওই এসআইকে ক্লোজড করা হয়েছে।
রোববার(২৫ জুন) রাতে সহকারী পুলিশ সুপার(বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, টাকা লেনদেনের ঘটনায় গাইবান্ধা সদর থানার এসআই মানিক রানাকে ক্লোডজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এর আগে গত ১৮ জুন একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
ওই ভিডিওতে দেখা যায়, সদর থানার এসআই মানিক রানা দ্রুত পায়ে হেঁটে থানার এসআইদের অফিস কক্ষে প্রবেশ করছেন। পরে নির্ধারিত একটি টেবিলের চেয়ারে বসে প্রথম দফায় টাকা নিয়ে আবারও দাবি করলে এদিক ওদিক তাকিয়ে দ্বিতীয় দফায় টাকা নিয়ে তার বুক পকেটে রাখে এবং পাশে যার নিকট থেকে টাকা গ্রহণ করেন তাকে হাত দিয়ে ইশারা করে চেয়ার থেকে উঠে যান। তবে কার কাছ থেকে কী কারণে তিনি টাকা নিয়েছেন বিষয়টি পরিষ্কার হওয়া যায়নি।
উল্লেখ্য, এসআই মানিক রানা গাইবান্ধার পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে একাধিক ব্যক্তি তার বিরুদ্ধে টাকা নেওয়ার মৌখিক অভিযোগ করেছিলো। মানিক রানা বিগত তিন মাস ধরে গাইবান্ধা সদর থানায় কর্মরত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
What's App: +8801710-489904 E-mail: [email protected]
কপিরাইট © দৈনিক বাংলা ৭১ প্রতিদিন সর্বসত্ব সংরক্ষিত