গাইবান্ধার পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে পবিত্র
ঈদুল আযহা উপলক্ষ্যে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়/দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম), পলাশবাড়ীর সহায়তায় ২৫ জুন রবিবার উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ৪ হাজার ২'শ ২৫টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে এসব চাল বিতরণ করা হয়।
ওই ইউনিয়নের চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটুর নেতৃত্বে প্রতিটি ওয়ার্ড সদস্য, গ্রাম পুলিশ ও গন্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে প্রকৃত দুঃস্থ ও গরীব মানুষদের তালিকা প্রস্তুত করে এ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
এসময় ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, ইউপি সচিব কৃষ্ণ চন্দ্র, ইউপি সদস্যগণ, গ্রামপুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
What's App: +8801710-489904 E-mail: [email protected]