নানান আয়োজনের মধ্য দিয়ে আপন টেলিভিশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে
নিজস্ব প্রতিবেদক-
দিনাজপুরে আপন টেলিভিশনের নিজ কার্যালয় অর্থাৎ কর্পোরেট অফিসে আপন টেলিভিশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
শনিবার ২৪ শে জুন দক্ষিণ দপ্তরিপাড়া সদর দিনাজপুর, আপন টেলিভিশনের নিজ কার্যালয় সন্ধ্যা সাতটায় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।
২৩ শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী হওয়ার কারণে, ২৪ শে জুন আপন টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার নির্দেশ দেন আপন টেলিভিশনের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আপন টেলিভিশনের নির্বাহী সম্পাদক, মোঃ ইয়াসিন আলী আকতার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের দিনাজপুর জেলা শাখার উপ প্রচার সম্পাদক মোঃ শওকত হোসেন বুল্লা।
দৈনিক নতুন দিন পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ একরামুল হক চঞ্চল এর সঞ্চালনায়, বিশেষ অতিথি বক্তব্য রাখেন, চ্যানেল আই স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, এনটিভি স্টাফ রিপোর্টার মোঃ ফারুক হোসেন, আপন হেয়ার ক্যাপ এন্ড হেয়ার স্টাইল এর পরিচালক বাচ্চু কুমার কুন্ড, আপন হেয়ার ক্যাপ এন্ড হেয়ার স্টাইল এর পরিচালক নিয়াজ আহমেদ, নিউ সায়েম ক্লিনিক এর চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম সবুজ, বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের সমাজ কল্যাণ সম্পাদক শ্রী সঞ্জিৎ সরকার প্রমুখ।
এসময় আরও বক্তব্য রাখেন, এটিএন বাংলা ও এটিএন নিউজ এর স্টাফ রিপোর্টার হুমায়ুন কবির, দৈনিক মানবজমিন পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ কামরুজ্জামান সহ আরও অনেকে।
উক্ত অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখেন, আপন টেলিভিশনের সাথে সকল সাংবাদিক কলাকৌশল কর্মকর্তা চিত্রকারদের মঙ্গল কামনা করেন এবং আপন টেলিভিশন সুনামের সাথে আরও এগিয়ে যাক এই প্রত্যাশাও করেন তাঁরা।