‘‘সকলের তরে সকলে আমরা’’ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত সুন্দরগঞ্জ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।(রোববার) ২ই জুলাই সুন্দরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় সারাদিন ব্যাপী সংগঠনটির সর্বস্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে উৎসব মূখর পরিবেশে আলোচনা সভা, র্যাফেল ড্র, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সামাজিক সংগঠনের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান উদযাপিত হয়।
সংগঠনটির সভাপতি মোঃ ওসমান গণির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিঞার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা মুন্সী মোঃ আমিনুল ইসলাম সাজু, চিফ অফ প্রেসিডিয়াম বিষ্ণুপদ বর্মন আশিক, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ আতাউর রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়ন্ত সাহা যতন ও রাশিদুল ইসলাম বাবু, ডাঃ বিদ্যুৎ চন্দ্র বর্মন সহ আলোকিত সুন্দরগঞ্জ সংগঠনের কার্যকরী কমিটি ও বিভিন্ন ইউনিয়নের কমিটির নেতৃবৃন্দ।
শেষে ঈদ পূর্ণমিলনী কে আরো আনন্দদায়ক করার জন্য সংগীত পরিবেশন করে আলোকিত সুন্দরগঞ্জ ও সারগাম সংগীত একাডেমীর শিল্পী বৃন্দ ।