স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ এর উদ্দ্যেগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়।
উপজেলার ১২ নং কঞ্চিবাড়ী ইউনিয়নের অসহায় মানুষের মাঝে কুরবানির মাংস, আলু পিয়াজ এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্হিত ছিলেন আর্ন এন্ড লিভ সুন্দরগঞ্জ টিমের প্রতিনিধি একরামুল হক (সানি) আরো উপস্থিত ছিলেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ওবাইদুর সাঈদ, আর্ন এন্ড লিভের সদস্য হারুনুর রশিদ, আলামীন, সুজা মিয়া, রাশিদুল ইসলাম সহ প্রমুখ।
এসব উপহার সামগ্রী পেয়ে ভুক্তভোগীরা খুশিতে আত্নহারা হন। খাদিজা বেগম নামে এক ভুক্তভোগী উপহার সামগ্রী পেয়ে কান্নায় ভেঙে পড়েন ও বলেন আর্ন এন্ড লিভ যেন আরো বেশী বেশী করে অসহায় ও দরিদ্র মানুষের মুখে মানবসেবার মাধ্যমে হাসি ফোটাতে পারে ও আর্ন এর লিভের এর প্রতিষ্ঠাতা (ফরিদা ইয়াসমিন জেসি) সহ সবার উন্নতি ও মঙ্গল কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
What's App: +8801710-489904 E-mail: [email protected]