বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর সাবেক নেত্রী, বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা কমিটির সংগ্রামী সভাপতি, সিপিবি রংপুর জেলা কমিটির অন্যতম সদস্য এবং সিপিবি রংপুর জেলা কমিটির সংগ্রামী সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদত হোসেনের দীর্ঘ রাজনৈতিক ও সাংসারিক জীবনের সহযোদ্ধা কমরেড হাসনা চৌধুরী আর আমাদের মাঝে নেই। তিনি দীর্ঘদিন থেকে হার্টের চিকিৎসা নিচ্ছিলেন। আজ ৪ জুলাই বিকেল ৪টায় রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
সমাজ পরিবর্তনের এই অগ্রজ সৈনিক, সর্বজন শ্রদ্ধেয় প্রিয় হাসনা চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গভীর শোক এবং শ্রদ্ধা জ্ঞাপন করছেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক প্রকাশ করা হয়। আগামীকাল বাদ যহর মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে। এর আগে কমরেড হাসনা চৌধুরী মরদেহ সকাল ১১ টায় তার প্রিয় কমিউনিস্ট পার্টি অফিসে শেষ শ্রদ্ধা জ্ঞাপন জন্য নেয়া হবে।