দিনাজপুরের ফুলবাড়ীতে গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহী তানভীর (১৭) নামের দশম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৫জুলাই) বেলা সাড়ে ১১ টায় উপজেলার বেতদিঘী ইউনিয়নের ভাটপাইল তিলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম।
মৃত শাহী তানভীর উপজেলার বেতদিঘী ইউনিয়নের ভাটপাইল তিলবাড়ী গ্রামের মৃত রঞ্জু মিয়ার ছেলে। সে ফুলবাড়ীর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গ্রীনল্যান্ড মডেল স্কুলের দশম শ্রেণীর আবাসিক শিক্ষার্থী ছিল। ঈদের ছুটিতে সে গ্রামের বাড়িতে ছিল।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শাহী তানভীর বুধবার বেলা ১১টায় বাড়ির একটি গাছ থেকে আম পাড়তে গাছে উঠে। আম পাড়া শেষে গাছ থেকে নামতে গিয়ে অসাবধানতা বশত গাছের পাশে থাকা বিদ্যুতের তারে স্পর্শ হয়ে মাটিতে পড়ে যায়। এসময় তাকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ সুরতহাল করেছে । ময়না তদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য নিহতের পরিবার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বরাবর আবেদন করেছেন, অনুমতি পেলে মরদেহ হস্তান্তর করা হবে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক মোঃ আতাউর রহমান মুকুল
What's App: +8801710-489904 E-mail: [email protected]