ফেনী জেলার পাঁচগাছিয়া বাজার থেকে ছবিটি আজ ০৮,০৭,২৩ইং তারিখ তোলা।পাাঁচগাছিয়া
বাজারে ছাগল ব্যাবসায়ীদের অমানবিক আচরণে
ক্ষুদ্ধ সাধারন মানুষ।ছাগল গুলি এমন ভাবে টান টান
করে উপর দিকে বেঁধে রাখে যে তারা মাথা নিচু করতে অক্ষম।এমনকি শরীর নড়াচড়া করতেও পারে না।তাদের খাদ্য হিসাবে শুধু পানি ব্যাবহার
করে। নাখেতে চাইলেও জোর করে খাইয়ে দেয়।
এমন অমানবিক আচরণের জন্য ছাগল ব্যাবসায়ীদের শাস্তি দেয়া প্রয়োজন বলে মনে করেন
সচেতন মহল।